বাস্তব জীবনে আইরন ম্যান - ইলন মাক্স এর বায়োগ্রফি বাংলা | পর্ব ১ | AustaGram.com


একটু চিন্তা করে দেখুনতো একজন এমন মানুষ যার মাথায় সারাক্ষণ নতুন ধারণা ঘোরাঘুরি করে এবং উনি এর পিছনে পাগলের মত ছুটতে থাকে। উনি যদি কোনো কাজ করবে বলে চিন্তা করে তাহলে উনাকে থামাবে এমন কোনো শক্তি নাই। আর যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে এই সমস্যার সমাধান করে নতুন শক্তি নিয়ে কাজ শুরু করে। যখন উনার কোম্পানি দেউলিয়া হতে বসেছিল তখনও তিনি উনার কাজ করে যাচ্ছিল। এতক্ষণ যার বর্ননা দিলাম উনি হলেন পেপাল এর সৃষ্টি কর্তা, টেসলা কোম্পানির মালিক, সলার্সিটি কোম্পানির মালিক, স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক। 

ছোটবেলা থেকে ইলন অনেক মেধাবী ছিল কলেজ এর পড়াশোনা শেষ করতে করতে তিনি যিপটু তৈরি করেন। যিপটু ছিল গুগল ম্যাপ এর মত একটি সফটওয়্যার কিন্তু কিছু দিন পড়ে তিনি এটি বিক্রি করে দেন এবং এই টাকা তিনি ইনভেস্ট করেন পেপাল তৈরি করার জন্য এবং পেপাল তৈরি করার পরে ব্যাংক এর প্রথম অনলাইন যাত্রা শুরু হয়। ইলন ২০০২ সালে পেপাল বিক্রি করে দেন এবং তিনি অনেক ভাল পরিমাণ মুনাফা অর্জন করে৷ তারপর তিনি একে একে তিনটি কম্পানি তৈরি করেন টেসলা, সোলার্সিটি এবং স্পেস এক্স। বর্তমানে তার কোম্পানিগুলোর নাম শুনেনি এমন মানুষ পাওয়া প্রায় অসম্ভব।ইলন মাস্কের একটি বিশেষ গুণ তিনি এক কোম্পানির বিজনেস স্ট্রাটেজি কে কিভাবে অন্য কোম্পানিতে ব্যবহার করতে হয় খুব ভাল করে জানেন। কিছু দিন আগে তিনি নতুন গাড়ির জন্য স্পেসে উপগ্রহ গুলোর মধ্যে যে ধরনের ধাতু ব্যবহার করেন এই ধাতু দিয়ে গাড়ি তৈরি করেছেন। উনার প্রতিটি কম্পানি আলাদা আলাদা বিষয়ের উপর হওয়ার পরেও কোম্পানিগুলি নেতৃত্ব দিচ্ছে সারা বিশ্বে। 

ইলন মাস্কের জীবনে বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং বাস্তবতা এক হয়ে গিয়েছে যা আমরা আয়রন ম্যানের সিনেমায় দেখেছি তাই বলা যায় ইলন মাক্স বাস্তব জীবনের আয়রন ম্যান।ইলন মাস্ক এর চিন্তা ভাবনা অন্য সকল মিলিওনিয়ার এর থেকে ভিন্ন তিনি বলে থাকেন যদি আমরা ক্ষয়প্রাপ্ত শক্তিগুলো কিভাবে ব্যবহার করা যাবে এই বিষয়ে ধারনা পেয়ে যায় তাহলে এটি একটি সত্যি চমৎকার হবে৷ এখন মার্কসের ছোটবেলা থেকেই অনেক বই পড়ার অভ্যাস ছিল তিনি ঘন্টার পর ঘন্টা বই পড়তেন। তিনি যখন দশ বছর বয়সের ছিলেন তখন প্রথম কম্পিউটার দেখেছিলেন এবং মাত্র তিন দিনের মধ্যে কম্পিউটার বেসিক প্রোগ্রাম শিখে ফেলেছিলেন।     

*

Post a Comment (0)
Previous Post Next Post