টিকটক থামাতে ফেইসবুক এনেছে মিউজিক অ্যাপ ল্যাসো



ফেইসবুক পৃথিবীর অন্যতম জনপ্রিয় সোশ্যাল সাইট তবে যখন থেকে টিকটক এসে হাজির হল ঠিক তখন থেকে তাদের এক একশ্রেণীর চলে গিয়েছে টিকটক এর মধ্যে। এই বিষয়টি ফেইসবুক এর একদম ভালো লাগেনি তাই তারা টিকটক এর পুরাতন রূপ মিউজিক্যালির সাথে কমপিটিশন করে তৈরি করে ল্যাসো যা ঐ সময় মুখথুবড়ে পড়ার মত অবস্থা ছিত তাই তারা অল্প কিছু দেশের জন্য অ্যাপস টি চালু রাখে আর বাকি দেশগুলোর মধ্যে কার্যক্রম বন্ধ করে দেয়। 

কিছু দিন আগে একটা খবর শুনা যায় ফেইসবুক নাকি তাদের এই ভিডিও শেয়ারিং প্লাটফর্ম উন্মুক্ত করে দিবে। ল্যাসুর জন্য ফেসবুক নতুন ম্যানেজমেন্ট টিমের ব্যবস্থা করেছে তারা ফেইসবুক এর মিউজিক অ্যাপস ল্যাসোকে আবার লঞ্চ করবে তখন যার ইচ্ছে হয় সেই এর মধ্যে ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন। 

বর্তমানে ফেসবুকের মিউজিক অ্যাপস বাংলাদেশের জন্য এভেলেবেল না। ফেইসবুক এই অ্যাপসটি প্লে স্টোর এর মধ্যে থাকলেও বাংলাদেশ থেকে এই অ্যাপস টি ইনস্টল করা যায় না। তবে খুব তারাতাড়ি এই অ্যাপস টি ফেসবুক সকলের জন্য উন্মুক্ত করে দিবে।

টিকটক এর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য ফেসবুকেই অ্যাপটিতে বিভিন্ন ধরনের নতুন ফিচার রেখেছে। চমৎকার এই ফিচার গুলো ল্যাসোকে টিকটক এর থেকে এগিয়ে রাখে। এদিকে টিকটক এর সঙ্গে বর্তমান সময়ে অনেক অ্যাপস পাল্লা দিচ্ছে যার মধ্যে লাইকি অনেক চেষ্টা করেও টিকটকের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে পারছে না। এখন দেখার বিষয় ল্যাসু কি টিকতে পারবে টিকটক এর সামনে।   

*

Post a Comment (0)
Previous Post Next Post