কিছুদিন আগে টুইটারের সি ই ইউ পোস্ট করেন তার গুগল এর উপরে ভরসা নাই তিনি গুগলকে পছন্দ করে না তিনি গুগলের বিকল্প হিসেবে ডাকডাকগো নির্বাচন করেছেন তিনি লম্বা সময় ধরে ডাকডাকগো ব্যবহার করছেন। অল্প সময়ের মধ্যে ডাকডাকগো এত জনপ্রিয়তা পাওয়া একটি বিশেষ কারণ হল তারা কোনো ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না। যদিও গুগল ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে তাদের তথ্য সংরক্ষণ করে কিন্তু ডাকডাকগো সরাসরি বলে তারা ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না যার ফলে ব্যবহারকারী এই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বর্তমানে ডাকডাকগোর মধ্যে দিনে সার্চ হয় ৫ কোটিবার যা গুগলের তুলনায় অনেক কম। গুগলের মধ্যে দিনে ৩৫০ কোটিবার সার্চ করা হয়।
ডাকডাকগো গুগলের অনেক পারে এসেছে কিন্তুএর জনপ্রিয়তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। গুগল প্রতিনিয়ত তাদের সার্চ ইঞ্জিন এর সুবিধা বৃদ্ধি করতে কাজ করছে। বর্তমানে গুগলের মধ্যে সার্চ করলে সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়া যায়।