টিকটক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম এখন এর মধ্যে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করা যায়। এর মধ্যে টিকটক এর অফিসিয়াল আপডেট এডুটেক থেকে কিভাবে ইনকাম করা যায় এই নিয়ে সম্পূর্ণ সঠিক তথ্য পাবেন। টিকটক থেকে সহজে ইনকাম করার সঠিক এবং বাস্তবসম্মত উপায়গুলো নিয়ে অলোচনা করব।
এডুটেক প্রোগ্রাম থেকে ইনকাম করা যায় উপায়
এডুটেক প্রোগ্রাম এর প্রকৃত উদ্দেশ্য হল এর সাহায্যে যারা ভিডিও দেখে তাদের কিছু শিক্ষা প্রদান করা। প্রথমে টিকটক এর মধ্যে শুধু বিনোদন মূলক ভিডিও তৈরি করা হতো কিন্তু এখন এর মধ্যে শিক্ষামূলক ভিডিও তৈরি করা হয়। এই প্রোগ্রামের জন্য টিকটক কিছু হ্যাশট্যাগ নিয়ে কাজ করছে এগুলো হল :#EduTokTech
#EduTokTechMotivation
#EduTokTechLanguage
#EduTokTechLifeTips
#EduTokTechCareer
এই হ্যাশট্যাগ গুলোর উপরে ভিডিও তৈরি করলে টিকটক তাদের এডুটক প্রোগ্রাম এর আওতাভুক্ত করে। পৃথিবীর বিভিন্ন দেশে এর কার্যক্রম চলছে কিন্তু বাংলাদেশ এর কার্যক্রম শুরু হয়নি তাই যারা বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর তাদের জন্য অন্য রকম ব্যবস্থা রয়েছে।
টিকটক থেকে ইনকাম করার উপায় - বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটদের জন্য
যেহেতু টিকটক থেকে তাদের নিজস্ব এডুটেক প্রোগ্রামের সাহায্যে ইনকাম করা যাচ্ছে না তাই তাদের স্পনসর্শিপ ফর্মুলা নিয়ে চেষ্টা করতে পারেন। স্পনসর্শিপ ফর্মুলা হল এর মাধ্যমে আপনি কোন ব্র্যান্ড এর ব্র্যান্ডিং করবেন। টিকটক এর মধ্যে অনেক কম্পানি বিজ্ঞাপন দিয়ে কাস্টমার এর নজরে আসতে পারে না তার জন্য তারা টিকটক সেলিব্রিটিদের স্পনসর করে এবং এর জন্য তাদের একটা ভাল পরিমান টাকা দিয়ে থাকে। টিকটক এর মধ্যে বর্তমান সময়ে অনেক ভিজিটর রয়েছে ঠিকঠাক ভাবে তাদের কাজে লাগাতে পারলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাহায্য অনেক টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া যারা ইউটিউব এর মধ্যে কাজ করেন তারা টিকটক এর মধ্যে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের মার্কেটিং করে ভাল পরিমান সাবস্ক্রাইব পেতে পারেন। তাছাড়া টিকটক এর সাহায্য আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগের মার্কেটিং করতে পারেন খুব সহজে।
টিকটক এর মধ্যে কিছু দিন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করলে এক সময় দেখবেন খুব ভাল পরিমান ফলোয়ার পাবেন তখন আপনি আপনার ইচ্ছেমত ইনকাম করার উপায় তৈরি করতে পারবেন এবং এডুটক বর্তমানে ভারতে চালু রয়েছে বাংলাদেশের মধ্যে খুব তারাতাড়ি লঞ্চ করবে বলে আশা করা যায়।