পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি কোনটি | Story of world's largest company in bangla


আমরা সকলেই জানি আমাজন এর মালিক মিস্টর জেফ বেজোস বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যার কাছে আমাজন এর ১২ শতাংশ শেয়ার রয়েছে। তাহলে মিস্টার জেফ পৃথিবীর সবচেয়ে ধনি ব্যক্তি এমন প্রশ্ন আপনার মনে জন্ম নিতে পারে ' তাহলে কি তার কোম্পানি আমাজন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি ? অবশ্য না৷ তাহলে কি মাইক্রোসফ্ট পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি ? কিন্তু উওর পরিবর্তন হয়নি কারন মাইক্রোসফট পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি না। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি কোনটি ? এই উওর দেওয়ার আগে এই কোম্পানী কোম্পানী গুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন এর একটা ছক দেখি।
২০১৯ সালের এই মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলে বুঝবেন সহজে এখানে কোন কোম্পানি সবচেয়ে বড়। এখানে দেখা যাচ্ছে ফেইসবুক এর মার্কট ক্যাপিটালাইজেশন ৫০,৫০৮,০০০ টাকার সমান প্রায়৷ আমাজন এর মার্কেট ক্যাপিটালাইজেশন ৭৮,৮৩০,০০০ টাকার সমান প্রায়। গুগলের প্যারেন্টস কোম্পানি আলফা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ৭৯,৭৬৯,০০০ টাকার সমান প্রায়। মাইক্রোসফট কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ১০২,৬১৪,০০০ টাকার সমান প্রায়। অ্যাপল কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ১১২,০৬৭,০০০ টাকার সমান প্রায়। তাহলে কি সবচেয়ে বড় কোম্পানি অ্যাপল কোম্পানি এমন চিন্তা করতে পারেন কিন্তু আশ্চর্য করার মতো বিষয় কি হলো এই কোম্পানি গুলোর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি নেই। পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হল সৌদি এরামকো এখন ভাবছেন এত বড় কোম্পানি কিন্তু নাম শুনলাম না আসলে তারা তাদের সকল কাজ কর্ম প্রকাশ করত না। তাদের সকল তথ্য তারা গোপন রাখত তাই এই তথ্য সকলের সামনে আসেনি। সৌদি এরামকো পৃথিবীর সবচেয়ে বড় লাভজনক কম্পানি এবং এই কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় তেল সরবরাহকারী কোম্পানি। 
এতদিন সৌদি এরামকো কম্পানির সম্পর্কে বিস্তারিত জানা যায় নি কিন্তু গত ২০১৭ সালে তারা তাদের কিছু শেয়ার বিক্রি করে এবং তাদের ব্যবসার লাভ লোকসান হিসাব প্রকাশ করতে হয়। তারপর থেকে এই কম্পানি সকলের সামনে আসে।             

*

Post a Comment (0)
Previous Post Next Post