রকেট একাউন্ট খোলার নিয়ম | রকেট মোবাইল ব্যাংকিং সম্পর্কে সকল তথ্য



মোবাইল ব্যাংকিং এখন অনেক জনপ্রিয় একটি লেনদেন করার প্রক্রিয়া। রকেট এর জনপ্রিয়তা তাই দিনদিন বৃদ্ধি পাচ্ছে। কোন ব্যাংকের ঝামেলা ছাড়াই এখন মোবাইলের মাধ্যমে টাকা টান্সফার করা যাচ্ছে রকেট এর সাহায্যে তাই এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে । কিভাবে রকেট একাউন্ট অনলাইনে খোলা হয়। রকেট একাউন্ট খোলার পদ্ধতি। রকেট একাউন্ট এর সুবিধা। রকেট একাউন্ট অনলাইনে খোলার নিয়ম। 

এজেন্ট এর কাছে গিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
এজেন্ট এর কাছে গিয়ে রকেট একাউন্ট খোলার জন্য যিনি একাউন্ট খুলবে তিনি, যেই সিম দিয়ে একাউন্ট খুলবে সেই সিম, যার নামে একাউন্ট খোলা হবে তার ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং দুই কপি ছবি নিয়ে এজেন্ট এর কাছে চলে গেলে একাউন্ট খুলে দিবে। একাউন্ট খোলার সময় যার নামে একাউন্ট খোলা হবে তার আঙ্গুলের ছাপ দিতে হবে৷ তবে বর্তমানে অনেক এজেন্ট অনলাইনে একাউন্ট খোলার পদ্ধতি অনুসারে একাউন্ট খুলে তাই চাইলে ভোটার আইডি কার্ডের অরজিনাল কপি নিয়ে যেতে পারেন।                                  

অনলাইনে রকেট একাউন্ট খোলার পদ্ধতি     
দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং মাধ্যম ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট একাউন্ট অনলাইনে খোলার নিয়ম। সবচেয়ে সহজে ঘরে বসে রকেট একাউন্ট খোলার নিয়ম।
অনলাইনে রকেট একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের মধ্যে রকেটের অফিশিয়াল অ্যাপস টি ডাউনলোড করে নিন। রকেট এর অফিশিয়াল অ্যাপসটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এর মধ্যে পাওয়া যাচ্ছে। রকেটের অ্যাপসটি ইন্সটল করার পরে এর মধ্যে আপনার মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করুন। নিবন্ধন করার সময় DBBL এর সিস্টেম থেকে IVR কল দেওয়া হবে আপনাকে কলটি রিসিভ করুন এবং নির্দেশনা অনুযায়ী চার ডিজিটের পিন নাম্বার দিন তারপর এসএমএস এর মাধ্যমে ৬ ডিজিটের নিরাপত্তা কোড দেয়া হবে নিরাপত্তা কোডটি টাইপ করুন এবং সাথে নিরাপত্তা পিন টাইপ করুন তারপর যাচাই করুন বাটনে ক্লিক করুন। লগইন করা হয়ে গেলে নিবন্ধন সম্পূর্ণ করতে "নিবন্ধন সম্পন্ন করুন" বাটন ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। তিনটি ধাপে নিবন্ধন সম্পূর্ণ করার জন্য পরবর্তী বাটনে ট্যাপ করুন। 

ধাপ ১. এনআইডি কার্ডের ছবি তুলুন উভয় পাশের। ছবি তুলার সময় এনআইডি কার্ডের নাম এবং নম্বর যেন ক্লিয়ার দেখা যায় এই দিকে খেয়াল রাখবেন। ন্যাশনাল আইডি কার্ড কোন টেবিল অথবা সাদা খাতার মধ্যে রেখে ছবি তুলবেন। আপনার ছবি নিশ্চিত করুন তারপর নেক্সট বাটনে ট্যাপ করুন।

ধাপ ২. আপনার সকল তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করুন। আপনার নাম, নেশনাল আইডি নাম্বার, জন্মতারিখ সঠিক আছে কিনা যাচাই করুন। যাচাই করার পর নিশ্চিত করুন। 

ধাপ ৩. সর্বশেষ ধাপ নিরাপত্তা হুঁশিয়ারিটি মনোযোগ সহকারে পড়ুন এবং মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ থাকুন। হুঁশিয়ারি টি পড়ার পরে ঠিক আছে বাটনে টেপ করুন। 
সবকিছু ঠিকঠাক ভাবে করা হলে আপনার রেজিস্ট্রেশন কি কনফার্ম করার জন্য রকেট আপনাকে একটি কনফার্মেশন মেসেজ পাঠাবে এবং তারপর নিশ্চিত হবে আপনার একাউন্ট খোলা হয়েছে।


রকেট একাউন্ট এর সুবিধা 

রকেট একাউন্ট এর অনেকগুলো সুবিধা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে রকেট এর সাহায্যে অনেক সহজে টাকা ট্রান্সফার করা যায় কোন ব্যাংকিং ঝামেলা ছাড়াই। রকেট একাউন্ট ব্যবহার করে যেকোনো সময় টাকা তোলা এবং জমা দেওয়া যায় যার ফলে মোবাইল ব্যাংকিং মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। রকেট এর মধ্যে সকল প্রকার বিল পে করার সুবিধা রয়েছে। রকেটের সাহায্যে বিদ্যুৎ বিল থেকে শুরু করে ভার্সিটি এডমিশন ফি পর্যন্ত দেওয়া যায়৷ রকেট ব্যবহার করে যেকোনো সময় মোবাইলের মধ্যে রিচার্জ করা যায়। তাছাড়া অনলাইনে কোন কিছু কিনলে রকেটের মাধ্যমে পেমেন্ট করা যায়। রকেট এর নিজস্ব অ্যাপস রয়েছে যার সাহায্যে সব কাজ অনেক সহজে করা যায়। এই সকল সুবিধা ছাড়াও রকেটের মধ্যে আরও অনেক সুবিধা রয়েছে। 


রকেট এর একাউন্ট দেখার নিয়ম

রকেট এর মধ্যে একাউন্ট দেখার জন্য রকেট অ্যাপ সবচেয়ে ভালো উপায়। তাছাড়া *322# ডায়াল করে রকেটের ব্যালেন্স চেক করা যায়। রকেট এর একাউন্ট ব্যালেন্স দেখার জন্য রকেটের অ্যাপস সবচেয়ে ভালো উপায় কারন এর মধ্যে শুধু ট্যাপ করলেই ব্যালেন্স কত রয়েছে তা দেখিয়ে দেয়। তবে যারা নরমাল মোবাইল চালান তারা *322# ডায়াল করে আপনার একাউন্ট এর সকল ইনফরমেশন দেখতে পারবেন। 

তাছাড়া রকেট এর যেকোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে কল দিন। রকেট এর কাস্টমার কেয়ার নাম্বার ১৬২১৬ । 

*

Post a Comment (0)
Previous Post Next Post