তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ডার্ক মোড চালু করতে হয়। হোয়াটসঅ্যাপের মধ্যে ডার্ক মোড চালু করা অনেক সহজ এর জন্য কিছু স্টেপ অনুসরণ করতে হবে। শুরু করার আগে প্রথমে দেখে নিন আপনার হোয়াটসঅ্যাপের ভার্সনটি আপডেট কিনা আপডেট না হলে প্লে স্টোর থেকে আপডেট করে নিন। আপডেট করা হয়ে গেলে -
° প্রথমেও হোয়াটসঅ্যাপ অ্যাপস এর ভিতরে প্রবেশ করুন
° তারপর settings এর মধ্যে যান
° তারপর chats এর মধ্যে যান
° তারপর Theme এর মধ্যে যান
° তারপর Dark সিলেক্ট করে Ok করে দিন।
হোয়াটসঅ্যাপের ডার্ক মোড ব্যবহার করার নিয়ম স্কিনশট |
তারপর থেকে আপনার মোবাইল এর হোয়াটসঅ্যাপ অ্যাপস টি ডার্ক মোড হয়ে যাবে৷ উপরের স্টেপ গুলো ফলো করেন আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপস টি ডার্ক মোড এর মধ্যে নিয়ে যেতে পারবেন।