ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম | বিকাশ অ্যাপস দিয়ে একাউন্ট খোলার যাবতীয় তথ্য




বিকাশ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং মাধ্যম। দেখেনিন কিভাবে  আপনার NID  দিয়ে বিকাশ একাউন্ট খুলুন মিনিটেই। এই কাজটি সহজে করতে পারবেন ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে। বিকাশ অ্যাপ এর মাধ্যমে আমরা ঘরে বসেই বিদ্যুৎ বিল দিতে পারি তাছাড়া আরো অনেক টাকা লেনদেনের কাজ করতে পারি আমরা বিকাশ ব্যবহার করে ঘরে বসেই। এতদিন বিকাশ একাউন্ট খোলার জন্য তাদের এজেন্টের কাছে যেতে হতো কিন্তু বিকাশের নতুন অ্যাপ এর নতুন আপডেট এর মাধ্যমে ঘরে বসেই সিম্পল এক মিনিটের মধ্যেই আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্ট খুলতে পারবেন সবচেয়ে সহজে এর জন্য আপনাকে এজেন্টের কাছে যেতে হবে না।

দেখেননি কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ একাউন্ট খুলবেন ঘরে বসেই। মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার মোবাইল ফোনে বিকাশ অ্যাপটির ইন্সটল করে নিতে হবে। তারপর -
°  লগইন/রেজিষ্ট্রেশন এর মধ্যে ক্লিক করুনল
°  আপনার ১১  ডিজিটের মোবাইল নাম্বারটি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।
° আপারেটর বেছে নিন, ভেরিফিকেশন কোড কনফার্ম করুন।
° অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এর শর্তাবলী পড়ুন এবং নিয়ম ও শর্তসমূহ বাটনে ক্লিক করুন।
° তারপর তিনটি গুরুত্বপূর্ণ ধাপ -
১ আপনার NID এর ছবি তুলুন
২ প্রয়োজনীয় তথ্য প্রদান করুন
৩ নিজের চেহারার ছবি তুলুন

সবকিছু ঠিকঠাক ভাবে সাবমিট করে দিন ৭২ ঘন্টার মধ্যে আপনার বিকাশ একাউন্ট একটিভ হয়ে যাবে।


বিকাশ অ্যাপ এর সুবিধা

বিকাশ অ্যাপস ব্যবহার করে অনেক কিছু করা যায় খুব সহজে। ঘরে বসে বিদ্যুৎ বিল থেকে শুরু করে সকল প্রকার বিল পে করা যায় বিকাশ অ্যাপস ব্যবহার করে। বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করলে অনেক অফার পাওয়া যায় কিছু কিছু দোকান এর মধ্যে এই দোকান গুলোর লোকেশন দেখা যায় বিকাশ অ্যাপস এর মধ্যে। কিউ আর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা শুরু থেকেই ছিল বিকাশ অ্যাপস এর মধ্যে। বিকাশ অ্যাপসের মাধ্যমে বিকাশ থেকে টাকা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা যায় আবার বিকাশ অ্যাপস ব্যবহার করে কার্ড দিয়ে ব্যাংক একাউন্ট থেকে টাকা বিকাশ একাউন্ট এর মধ্যে ট্রান্সফার করা যায়। বিকাশ অ্যাপস এর সবচেয়ে বড় সুবিধা হল এর মাধ্যমে ঘরে বসে বিকাশ একাউন্ট খুলা যায়। বিকাশ অ্যাপ ক্যাশ আউট চার্জ সাধারণত ১.৭৫% কেটে থাকি কিন্তু মাঝা মাঝে বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ কম কাটে। 

*

Post a Comment (0)
Previous Post Next Post