ব্লগ হল একটি তথ্য বহুল ওয়েবসাইট যা অনলাইন এর মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। সহজ ভাবে বুঝানোর জন্য অনলাইন ডাইরি বলে থাকেন অনেকে। মূলত ব্লগ সাধারণ ওয়েবসাইট এর মত এর মধ্যে তথ্য লিখিত আকারে থাকে কিন্তু ওয়েবসাইট এর মধ্যে অনেক ধরনের কনটেন্ট থাকতে পারে। গুগল এর মধ্যে যখন কিছু সার্চ করুন এই তথ্য গুলো আসে কোথা থেকে এই নিয়ে ভেবেছেন কখনো? না ভেবে থাকলে উওরটি জেনে নিন " গুগল বিভিন্ন ধরনের ব্লগ ওয়েবসাইট থেকে এই সকল তথ্য আমাদের সামনে তুলে ধরে "।
কিভাবে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন
ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য বর্তমান সময়ে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মধ্যে খুব সহজে ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়। ব্লগার, ওয়ার্ডপ্রেস, ওইক্স, জুমলা, ড্রুপালটি, মিডিয়াম আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো ব্যবহার করে খুব সহজে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়। এগুলোর মধ্যে সবচেয়ে ভাল এবং সহজ হল ওয়াডপ্রেস তবে এর মধ্যে ওয়েবসাইট তৈরি করলে ভাল পরিমান টাকা খরচ করতে হবে। যারা নতুন ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান তারা গুগলের প্লাটফর্ম ব্লগার ব্যবহার করে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ব্লগ ওয়েবসাইট ভাল পরিমান জনপ্রিয়তা পাওয়ার পারে ওয়াডপ্রেস অথবা জুমলা প্ল্যাটফর্মের মধ্যে স্থানান্তর হতে পারেন। যারা ব্লগার ওয়েবসাইট তৈরি করতে চান তারা গুগলের হোস্টিং ব্যবহার করুন কিন্তু ফ্রী ডোমেইন ব্যবহার না করে একটি ডোমেইন কিনে নিয়ে কাজ করুন। একসময় আপনার ডোমেইন এর নাম আপনার ব্লগ ওয়েবসাইট এর পরিচয় হয় দাঁড়াবে।ব্লগ এর উদ্দেশ্য/নিশ ঠিক করুন
ব্লগ ওয়েবসাইট এর মধ্যে অনেক ধরনের কনটেন্ট প্রকাশ করা যায় বর্তমান সময়ে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার জন্য নিশ ঠিক করে ব্লগ ওয়েবসাইট তৈরি করা সবচেয়ে ভাল। নিশ বা উদ্দেশ্য ঠিক করে ব্লগ ওয়েবসাইট তৈরি করলে এর সফলতার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। নিশ ওয়েবসাইট গুলোর এসইও করতে হয়না খুব বশি কারন সার্চ ইঞ্জিন গুলো এই সকল ওয়েবসাইট এর তথ্য গুলো কোন ধরনের তা বুঝে যায়। তবে যারা টিম আকারে কাজ করবেন তারা অনেকে গুলো টপিক নিয়ে কাজ করতে পারেন।ডোমেইন নাম নির্বাচন করার নিয়ম
সহজে উচ্চারন করা যায় এবং ছোট বানানের নাম নির্বাচন করুন এর ফলে অনেক ওয়েবসাইট এর নাম মনে থাকবে। ডোমেইন নেইম অবশ্যই আপনার ওয়েবসাইট এর নিশ এর সঙ্গে মিলিয়ে রাখুন। ডোমেইন নেইম কোন ওয়েবসাইট থেকে কিনবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাল ডোমেন প্রোপাইটর ওয়েবসাইট গুলোর ডোমেইন ট্রান্সফার করার সুবিধা দিয়ে থাকে তাছাড়া তাদের নিজস্ব কন্ট্রোল প্যানেল থাকে যা কাস্টমার দের দিয়ে দেওয়া হয় এর ফলে ইচ্ছে মত কাজ করা যায়।ব্লগার ওয়েবসাইট তৈরি
ব্লগার এর মধ্যে ওয়েবসাইট তৈরি করার জন্য blogger.com সার্চ করুন তারপর Create Your Blog এর মধ্যে ক্লিক করে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করুন তারপর Display Name দিয়ে Continue To Blogger এর মধ্যে ক্লিক করলে ব্লগার একাউন্ট তৈরি হবে। Create Your Blog এর মধ্যে ক্লিক করে ওয়েবসাইট এর মান এবং অ্যাড্রেস দিয়ে ফ্রী ডোমেইন নেইম এর ওয়েবসাইট তৈরি করুন।blogspot.com থেকে .com ট্রান্সফার
ডোমেইন নাম কেনা হয়ে গেল ডোমেইন প্রোপাইটর এর কাছ থেকে ডোমেইন কন্ট্রোল প্যানেল দেওয়া হবে। এই কন্ট্রোল প্যানেল এর ডিএনএস ম্যানেজমেন্ট এর মধ্যে কিছু ইনফরমেশন যুক্ত করতে হবে। ব্লগারের মধ্যে Setting এ চলে যান তারপর Basic এর মধ্যে গিয়ে Blog Address এর মধ্যে Setup Third Party Domain এর মধ্যে ক্লিক করে আপনার ডোমেইন অ্যাড্রেস টি লিখুন তারপর save এর মধ্যে ক্লিক করলে কিছু ইনফরমেশন দিবে যা আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে সেভ করতে হবে। সেট করা হয়ে গেলে ভেরিফাই করতে এবং যুক্ত হতে ২৪ঘন্টার মত সময় নিবে।