গুগল ক্যামেরা (Gcam) সকলের জন্য উন্মুক্ত না করে দেওয়ার কারন


গুগোল ক্যামেরা (Gcam) সকলের কাছে পরিচিত একটি সফটওয়্যার বিশেষ করে যারা ফটোগ্রাফি পছন্দ করে তারা এই সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করেনি বললে ভুল হবে। গুগোল ক্যামেরা শুধুমাত্র গুগলের পিক্সেল ফোন ছাড়া অন্য কোনো মোবাইল ফোনে ব্যবহার করা যায় না। গুগল অন্য মোবাইল কোম্পানিগুলোকে তাদের মোবাইলের মধ্যে গুগল ক্যামেরা (Gcam) ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হয় না। গুগল ক্যামেরার (Gcam) মধ্যে এমন কি রয়েছে যার জন্য গুগল তাদের ক্যামেরা সকলের জন্য উন্মুক্ত করে দেয় না যেখানে গুগলের প্রায় সকল সার্ভিস উন্মুক্ত ভাবে ব্যবহার করা যায়। 

আমরা সকলেই জানি গুগোল ক্যামেরার ইমেজ প্রসেসিং অ্যালগরিদম চমৎকার ভাবে কাজ করে যা গুগল অফিসিয়াল ভাবে তৈরি করেছে। গুগোল ক্যামেরা জন্য পিক্সেল ফোনের মধ্যে আলাদা হার্ডওয়ার রয়েছে যা বিশেষ করে ছবি প্রসেসিং করার জন্য ব্যবহার করা হয়। গুগল পিক্সেল ফোনের জন্য তারা বিশেষ করে যে হার্ডওয়ার তৈরি করেছে তা অন্য কোন ফোনের মধ্যে ব্যবহার করে না। কারণ গুগল ভালো করে জানে তারা যদি তাদের এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার অন্য সকল কোম্পানি কে দিয়ে দেয় তাহলে তাদের গুগল পিক্সেল মানুষ কিনবে না। গুগল যখন তাদের প্রথম পিক্সেল ফোন মার্কেটে আনে তখন থেকে তাদের পিক্সেল ফোন ক্যামেরার জন্য বিখ্যাত বিশেষ করে যারা পার্সোনাল ফটোগ্রাফি করে তারা এই ফোনের মাধ্যমে খুব সহজে চমৎকার ছবি তুলতে পারে।

বর্তমানে অনেক গুগল ক্যামেরা অনেক ক্লোন পাওয়া যায় যেগুলো আনঅফিসিয়াল ডেভলপাররা গুগল ক্যামেরার প্রোগ্রাম পরিবর্তন করে বিভিন্ন মোবাইলের জন্য বিভিন্ন ধরনের ভার্সন তৈরি করে। কিন্তু নরমাল প্রসেসর এর মোবাইল ফোন গুলোর মধ্যে এই ক্যামেরা ভালোভাবে ছবি প্রসেসিং করতে পারেনা তবে ভালোমানের প্রসেসর থাকলে ছবি প্রসেসিং করতে সমস্যার হয় না যেমন স্ন্যাপড্রাগন ৮৫৫-৮৬৫ এগুলো।

তবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আশার কথা হচ্ছে এন্ড্রয়েড মোবাইল ফোন কোম্পানিগুলো গুগল ক্যামেরা ব্যবহার করার অনুমতি পাবে না তাই তারা তাঁদের মোবাইল ফোন এর জন্য আলাদা আলাদা ইমেজ প্রসেসিং অ্যালগরিদম তৈরি করছে। নতুন নতুন ফিচারযুক্ত করছে তাদের ইমেজ প্রসেসিং অ্যালগোরিদমের মধ্যে। 

*

Post a Comment (0)
Previous Post Next Post