বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে কম সময়ে অধিক জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম হচ্ছে নগদ। নগদ এর মাধ্যমে কম সময় অনেক বেশি টাকা ট্রান্সফার করা হয়েছে যা আগে কোন মোবাইল ব্যাংকিং কোম্পানি করতে পারেনি। মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার জন্য আগে এজেন্ট দের কাছে যাওয়া লাগত কিন্তু এখন ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে ঘরে বসে একাউন্ট খুলা যায়।এখানে বলব কিভাবে ঘরে বসে নগদ একাউন্ট খুলতে পারবেন, নগদ একাউন্ট খোলার পদ্ধতি। কিন্তু যারা এজেন্ট এর কাছ থেকে একাউন্ট খুলতে চান তারা কিভাবে খুলবেন তাও বলব এখানে।
এজেন্ট এর কাছে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
যারা এজেন্ট এর কাছ থেকে নগদ একাউন্ট খোলতে চান তারা আইডি কার্ডের ফটোকপি, আপনার দুই কপি ছবি এবং সিমকার্ড নিয়ে এজেন্ট এর কাছে চলে যান এবং খুলে ফেলুন নগদ একাউন্ট।
মোবাইল ফোন এর মাধ্যমে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
মোবাইল ফোন এর মাধ্যমে নগদ একাউন্ট খোলার জন্য আপনার স্মার্টফোনের প্রয়োজন হবে এবং এই স্মার্টফোনের মধ্যে নগদ এর অফিসিয়াল মোবাইল অ্যাপস ইনস্টল করতে হবে। তারপর কিছু ধাপে ধাপে নগদ একাউন্ট খোলতে হবে।
১|নগদ অ্যাপসটির মধ্যে প্রবেশ করলে রেজিস্ট্রেশন বাটনে ট্যাপ করুন এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আপনার মোবাইল আপরেটর সিলেক্ট কটে পরবর্তী ধাপে যান।
২| এই ধাপে আপনার ভোটার আইডি কার্ডের দুইপাশের ছবি তুলে সাবমিট করুন সবকিছু ঠিক থাকলে আপনার সকল ইনফরমেশন দেখাবে নগদ তখন নেক্সট এর মধ্যে ক্লিক করে পরের ধাপে চলে যান।
৩| এই ধাপে কিছু তথ্য জানতে চাওয়া হবে আপনার কাছ থেকে এগুলো ঠিক মার্ক করে দিন। এখানে তাকে জিজ্ঞেস করা হবে আপনি কি ইন্টারেস্ট চান কিনা আপনি যদি ইন্টারেস্ট চান তাহলে হ্যা এর মধ্যে ক্লিক করবেন আর যদি না চান তাহলে না এর মধ্যে ক্লিক করুন।
৪| এই ধাপে আপনার সেলফি তুলতে হবে। সেলিম তুলা হয়ে গেলে নেক্সট এর মধ্যে ক্লিক করলে আপনার কাছ থেকে ট্রেড লাইসেন্স চাওয়া হবে যদি না থাকে তাহলে স্ক্রিপ্ট করুন।
৫| এই ধাপে নগদের কন্ডিশন গুলো দেওয়া হবে এগুলো পরে নিতে পারেন নিচে আপনার সিগনেচার দেওয়ার জন্য একটি সাদা কাগজ এর মত দেওয়া হবে আঙুল দিয়ে সিগনেচার করে নেক্সট বাটনে ক্লিক করুন।
৬| সকল তথ্য দেখানো হবে ঠিক থাকলে নেক্সট এর মধ্যে টেপ করুন এখন আপনার মোবাইল এর মধ্যে কনফার্ম মেসেজ চলে আসবে এবং otp পাঠানো হবে দিয়ে দিলে একাউন্ট একটিব হয়ে যাবে।
এই ধাপগুলি অনুসরণ করে খুব সহজে ঘরে বসে নগদ একাউন্ট খুলতে পারবেন।
নগত অনলাইন ব্যাংকিং সম্পর্কে কিছু তথ্য
নগদ একাউন্ট থেকে অনেক সুবিধা পাওয়া যায় এর বিশেষ সুবিধা হচ্ছে ক্যাশ আউট খরচ অনেক কম। বাংলাদেশের অন্য সকল মোবাইল ব্যাংকিং সিস্টেম এর থেকে এর ক্যাশ আউট খরচ অনেক কম এবং এর থেকে ক্যাশ আউট করলে ক্যাশ ব্যাক করা হয়। নগদ একাউন্ট এর মধ্যে টাকা থাকলে এর থেকে ইন্টারেস্ট পাওয়া যায়। এটি একটি চমৎকার সুবিধা যার ফলে নগদ একাউন্ট এর মধ্যে টাকা থাকলে তা এমনিতেই বৃদ্ধি পায়। নগদ এর লাখপতি কমপিটিশন চলে যার মাধ্যমে অনেক মানুষ অল্প সময়ের লাখপতি হয়েছে।
নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
নগদ একাউন্ট থেকে মোবাইল ফোন এর মধ্যে রিচার্জ করার জন্য দুইটি উপায় *১৬৭# ডায়াল করে অথবা অ্যাপস ডাউনলোড করে। যারা *১৬৭# ডায়াল করে রিচার্জ করতে চান তারা কোডটি ডায়াল করুন তারপর Mobile Recharge সিলেক্ট করুন। মোবাইলের চার্জ সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার সিম কোম্পানি টি সিলেক্ট করুন। তারপর আপনি আপনার নাম্বারটি দিয়ে দিন। সবকিছু ঠিক থাকলে পিন নম্বর দিয়ে মোবাইলের মধ্যে টাকা রিচার্জ করুন। যারা অ্যাপস থেকে টাকা রিচার্জ করতে চান তারা অ্যাপসের মধ্যে লগিন করুন তারপর মোবাইল রিচার্জ সিলেক্ট করেন। আপনার কোম্পানিটি সিলেক্ট করে নাম্বার দিয়ে দিন। সবকিছু ঠিক থাকলে পিন নম্বর দিয়ে মোবাইলে রিচার্জ করে ফেলুন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক করার জন্য *১৬৭# এই কোডিটি ডায়াল করুন। *১৬৭# এই কোডিটি নগদ মোবাইল ব্যাংকিং কোড। কোড ডায়াল করার পরে আপনি মাই নগদ সিলেক্ট করুন। ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন তারপর আপনার পাসওয়ার্ড টি দিয়ে ব্যালেন্স চেক করুন। তাছাড়া যারা নগদ অ্যাপস ব্যবহার করেন তারা অ্যাপসের মাধ্যমে খুব সহজে লগইন করে ব্যালেন্স এর মধ্যে ক্লিক করে নগদ একাউন্ট দেখতে পারবে।