রিডমিক তৈরি করল বাংলাদেশের প্রথম ডেটিং অ্যাপস বন্ধুবাজ



রিডমিক ল্যাব বরাবরের মতো নতুন কিছু নিয়ে হাজির হয়েছে তারা তৈরি করল ডেটিং অ্যাপস বন্ধুবাজ। বন্ধুবাজ ব্যবহার করে খুব সহজে অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা যাবে। বন্ধুবাজ এর মধ্যে আলাদাভাবে বন্ধু, ডেটিং, ম্যারেজ এর ফিচার রয়েছে যার ফলে প্রয়োজন অনুসারে এগুলো ব্যবহার করা যাবে। বন্ধুবাজ তৈরি করার উদ্দেশ্য নতুন বন্ধু তৈরি করা তাছাড়া তারা ম্যারেজ ফিচার এর সাহায্যে বিয়ের কার্য সম্পন্ন করবে কিনা এটি দেখার বিষয়। গতকাল ৭ এপ্রিল এই অ্যাপসটি অফিশিয়াল ভাবে প্রকাশ করেছে রিডমিক ল্যাব।

বন্ধুবাজ এর মধ্যে রেজিষ্ট্রেশন করতে কোনো সমস্যা হয়নি আমার যদিও এর ব্যবহারকারীর সংখ্যা খুবই কম তাই কিছু সংখ্যক মানুষ ঘুরে ঘুরে দেখাচ্ছে। এর মধ্যে লাইক এবং ডিজলাইক করার মাধ্যমে নতুন বন্ধু তৈরি করা হয়। বন্ধুবাজ অ্যাপস ব্যবহার করার সময় কিছু জায়গায় মনে হয়েছে টিন্ডার অ্যাপস ব্যবহার করছি। যদিও বন্ধুবাজ এর ডিজাইন অনেকটা টিন্ডার অ্যাপস এর মত। এর মধ্যে ভিআইপি একাউন্ট করার ব্যবস্থা রয়েছে।

বন্ধুবাজ এর সফলতা নির্ভর করবে এর ফিচার এবং ব্যবহার করার সহজলভ্যতার উপরে। যেহেতু একটি বাংলাদেশের মানুষদের টার্গেট করে তৈরি করা হয়েছে তাই এর মধ্যে এমন কিছু ফিচার যোগ করা দরকার যেগুলো বাঙালি ব্যবহার করতে পছন্দ করে। আশাকরি বন্ধুবাজ এর নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে এর ভুলগুলো সংশোধন হয়ে যাবে এবং নতুন ফিচার যুক্ত হবে। বর্তমানে বন্ধুবাজ অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর উভয় জায়গায় পাওয়া যাচ্ছে। 

*

Post a Comment (0)
Previous Post Next Post