কিভাবে নিজের একটি ড্রপ শিপিং ব্যবসা শুরু করবেন | ড্রপ শিপিং ব্যবসার A to Z




পৃথিবীর সবচে জনপ্রিয় কিছু ব্যবসার মধ্যে ড্রপ শিপিং ব্যবসাটি অন্যতম। এর মাধ্যমে মানুষ অল্প সময়ে অনেক টাকা ইনকাম করেছে। ড্রপ শিপিং এর মাধ্যমে ইনকাম করার পদ্ধতি টা অনেক সহজ যদিও অনেকে অনেক পদ্ধতি অনুযায়ী কাজ করতে গিয়ে ব্যর্থ হয় কারন তাদের ড্রপ শিপিং সম্পর্কে সঠিক ধারণা থাকে না। যারা রক শিপিং সম্পর্কে সঠিক ধারণা জানতে চান তারা এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। ইউরোপ এর দেশগুলোতে এখনো আলী এক্সপ্রেস এর মত কোম্পানিগুলো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তাদের যা দরকার হয় তারা গুগলে সার্চ করে গুগল তাদেরকে সবচেয়ে ভাল রেজাল্ট দেখিয়ে থাকে এবং তারা এই সকল রেজাল্ট দেখে পণ্য অর্ডার করে। অনেকে আবার দেশের ভিতরে ড্রপ শিপিং ব্যবসা খুব ভালোভাবে করে থাকে। তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কমদামে পণ্য এনে একটা ভালো পরিমাণ লাভ করেন তারপরেও দেশের বাজারে বিক্রি করে। 


ড্রপ শিপিং ব্যবসা কিভাবে শুরু করবেন

ড্রপ শিপিং ব্যবসা শুরু করার জন্য অবশ্যই আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট এর দরকার হবে। এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি মানুষের কাছ থেকে অর্ডার গ্রহণ করবেন এবং পেমেন্ট গ্রহণ করবেন। অনেক ওয়েবসাইট ড্রপ শিপিং ওয়েবসাইট বানানোর জন্য সাহায্য করে যেমন ওয়ার্ডপ্রেস, shopify আরো অনেক ওয়েবসাইট। এই সকল ওয়েবসাইট গুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস সবচেয়ে ভালো এবং কম খরচ এর মধ্যে ভালো মানের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়। Shopify অনেক উন্নতি মানের ওয়েবসাইট তৈরি করে দেয় কিন্তু এর জন্য ভালো পরিমাণ টাকা গুনতে হয়। ওয়েবসাইট তৈরি করা হয়ে গেলে কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো ওয়েবসাইট এর মধ্যে পণ্য এড করতে সাহায্য করে সেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের মধ্যে পণ্য যোগ করতে হবে তাছাড়া যারা ম্যানুয়াল ভাবে করতে চান তারা করতে পারেন। পণ্য যোগ করা হয়ে গেলে এখন কাজ বাকি থাকে এসইও করা। এখন পণ্য এসইও করার মাধ্যমে গুগল সার্চ এ এগিয়ে নিয়ে যাওয়ার পরই অর্ডার আসা শুরু হবে এর জন্য পরিশ্রম করতে হবে অবশ্যই।


ড্রপ শিপিং এর পণ্য কিভাবে অর্ডার করবো
অর্ডার পাওয়ার যখন শুরু হনে তখন যার কাছ থেকে অর্ডার পাবেন তার কাছে পৌঁছে দিতে হবে। যেহেতু আপনার নিজস্ব কোন স্টোর নেই সেহেতু আপনি আলিএক্সপ্রেস থেকে কিনে আপনার কাস্টমার এর ডিটেলস দিয়ে উনার কাছে পার্সেল পাঠিয়ে দিতে পারেন। 


ড্রপ শিপিং ব্যবসা করার কিছু সমস্যা
ড্রপ শিপিং ব্যবসা করার সময় সাধারণ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন পণ্যের অর্ডার ক্যানসেল হওয়া। পণ্যের অর্ডার ক্যান্সেল হওয়ার সমস্যা সমাধান করার জন্য আপনি আপনার গ্রাহক থেকে আগেই পেমেন্ট নিয়ে নিতে পারেন এর ফলে আপনার রিফান্ড করতে কোন সমস্যা হবে না। যারা ড্রপ শিপিং এর ব্যবসা করবেন অবশ্যই আপনি টাকা আগেই নিয়ে নিবেন। 

*

Post a Comment (0)
Previous Post Next Post