কিভাবে ফেইসবুক একাউন্ট ডিলিট করবেন সবচেয়ে সহজে | ফেইসবুক একাউন্ট ডিলিট করারপদ্ধতি


ফেইসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি জেনে রাখুন কারন যেকোনো সময় ফেইসবুক একাউন্ট ডিলিট করার প্রয়োজন হতে পারে। অনেক সময় অনেক মানুষ তার ফেইসবুক একাউন্ট ডিলিট করতে চায় কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারনে ফেসবুক একাউন্ট ডিলিট করতে পারে না অথবা সে পুরাতন ভার্সন এ ফেইসবুক একাউন্ট ডিলিট করতে জানে কিন্তু নতুন ভার্সন এর মধ্যে কিভাবে ফেইসবুক একাউন্ট ডিলিট করতে হয় জানেনা তাদের জন্য এই পোস্ট। এখানে জানাব কিভাবে সহজ ভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। 

মোবাইল ফোন এর মাধ্যমে ফেসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি
যারা যারা মোবাইল ফোন এর মধ্যে থাকা ফেইসবুক অ্যাপস এর মাধ্যমে ফেসবুক একাউন্ট ডিলিট করতে চান তারা নিচের ধাপগুলি অবলম্বন করুন তাহলে অল্প সময়ে ফেইসবুক একাউন্ট ডিলিট করতে পারবে।
১. আপনার যেই ফেইসবুক একাউন্ট ডিলিট করতে চান এই একাউন্টটি আপনার ফেইসবুক অ্যাপসের মধ্যে লগইন করুন।
২. ফেইসবুক একাউন্ট এর সেটিং অপশনে চলে যান। সেটিং অপশন এর ভিতরে প্রবেশ করার পরে account ownership and control এই অপশনটি সিলেক্ট করে ভিতরে প্রবেশ করুন। এখন deactivation and deletion এই অপশন এর মধ্যে ক্লিক করুন। 
৩. এখন একাউন্ট ডিএক্টিভ অথবা ডিলেট আপনি যা করতে চান তা সিলেক্ট করে continue করুন।

সহজে ফেইসবুক একাউন্ট ডিলিট অথবা ডিএক্টিভ করুন
যারা একাউন্ট সহজে ডিলিট করতে চান তারা ব্রাউজারের মধ্যে অ্যাকাউন্ট লগইন করে এই লিংকের (ফেইসবুক একাউন্ট ডিলিট অথবা ডিএক্টিভ লিংক) মধ্যে ক্লিক করে সরাসরি একাউন্ট ডিএকটিভ অথবা ডিলেট করে ফেলুন।    

যারা যারা ফেইসবুক একাউন্ট ডিএক্টিভেট করতে চান তারা এই পদ্ধতি অনুযায়ী ডিএকটিভেট করতে পারবেন।

ফেইসবুক একাউন্ট ডিলিট করার আগে অবশ্যই জেনে রাখুন      
ফেইসবুক একাউন্ট ডিলিট করার আগে অবশ্যই মনে রাখবেন একাউন্ট ডিলিট হওয়ার পর কোনো প্রকার তথ্য পাবেন না তাই চাইলে একাউন্ট এর ইনফরমেশন ডাওনলোড করে নিতে পারেন। ফেইসবুক একাউন্ট ডিলিট করার সাথে সাথে একাউন্ট এর সকল পোস্ট, কমেন্ট ডিলিট হয়ে যাবে। আপনার মেসেঞ্জার একাউন্ট এর সকল মেসেজ সহ একাউন্ট ডিলিট হয়ে যাবে।                                
Previous Post Next Post