উপায় একাউন্ট খোলার নিয়ম || নিজে নিজে উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে ফেলুন || উপায় সম্পর্কে সকল তথ্য


মোবাইল ফোনের মাধ্যমে অল্প কিছু সময় ব্যয় করে উপায় একাউন্ট খুলতে পারবেন খুব সহজে। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর অগ্রযাত্রা যদিও বিকাশ শুরু করেছিল তার পরে একে একে রকেট, নগদ এবং উপায় অনেক পরিবর্তন এনেছে। উপায় অ্যাপস ব্লক চেন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং নেটওয়ার্ক সিস্টেম। ইদানিং উপায় মোবাইল ব্যাংকিং সেবাটি এত জনপ্রিয় হওয়ার পেছনে প্রধান কারণ এটি অত্যন্ত সিকিওর একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। মোবাইল ফোনের মাধ্যমে যেভাবে উপায় একাউন্ট খুলবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব।

উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে উপায় (upay) অ্যাপস টি ইন্সটল করতে হব। উপায় অ্যাপস টি ওপেন করে কিছু স্টেপ ফলো করার মাধ্যমে আপনি খুব সহজে উপায় অ্যাপস এ রেজিস্ট্রেশন করে একাউন্ট খুলতে পারবেন। উপায় অ্যাপস টি ইন্সটল হয়ে গেলে নিচের স্টেপগুলো সিরিয়াল বাই ফলো করুন:
  • মোবাইল ফোনের মধ্যে উপায় অ্যাপস টিম ওপেন করে রেজিস্ট্রেশন এর মধ্যে ক্লিক করুন।
  • এখন আপনি যে নাম্বার থেকে উপায় একাউন্ট খুলতে যাচ্ছেন সেই নম্বর এবং আপনার নম্বর যে অপারেটরের তা সিলেক্ট করে ভেরিফাই নাম্বার এ ক্লিক করুন।
  • ভেরিফাই নাম্বার এ ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিবে।
  • এখন আপনি আপনার ভোটার আইডি কার্ডের সামনের এবং পিছনের ছবিগুলো তুলে ফেলুন। চেষ্টা করবেন অবশ্যই একদম স্পষ্ট ছবি দেওয়ার জন্য তা না হলে সমস্যা করবে।
  • এখন আপনি আপনার ফেইস ভেরিফাই করার জন্য নিজের ছবি তুলতে হবে। ছবি তোলার সময় আপনার চোখ খোলা রাখা এবং বন্ধ করার অথবা আপনার ঘাড় এপাশ-ওপাশ করার কথা বলতে পারে।
  • ছবি তোলা হয়ে গেলে আপনি আপনার কর্মস্থল এবং আপনার লিঙ্গ সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে কনফার্ম এর মধ্যে ক্লিক করুন।
  • এখন আপনাকে আপনার সকল তথ্য দেখানো হবে একটি ফর্ম আকারে নিচে একটি কন্ডিশন দেওয়া হবে যার মধ্যে ঠিক মার্ক করে তারপরে কনফার্ম করতে হবে। উপায় থেকে প্রদত্ত ট্রাম্প এন্ড কন্ডিশনটা দেখে নিতে পারেন।
  • এখন আপনি আপনার পছন্দ মত একটি পিন সেট করে নিন। পেন সেট করা হয়ে গেলে আপনার উপায় একাউন্ট একদম তৈরি হয়ে যাবে।
সবগুলো স্টেপ খুব গুরুত্ব সহকারে অনুসরণ করুন। পিন সেট হয়ে গেলে উপায় অ্যাপস এর মধ্যে আপনার মোবাইল নাম্বার এবং পিন দিয়ে লগইন করুন। বাস খুব সহজেই আপনার উপায় একাউন্ট খোলা হয়ে গেল।

*

Post a Comment (0)
Previous Post Next Post